নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: শুক্রবার ২৮,জুন :: হোমে দেখাশোনার লোক নেই,কয়েক দিনের জন্য বাচ্চাদের বাড়ি নিয়ে যাওয়ার কথা বলতে মিটিং এ ডাকা হয় অভিভাবকদের। হোমের দেখা শোনার দায়িত্বে থাকা ব্যাক্তি র বিরুদ্ধে হোমের এক আবাসিকের সঙ্গে খারাপ আচরনের অভিযোগ ওঠে ।
এরপর থেকে ওই ব্যাক্তি আর হোমে আসেনি।সে নিয়ে আবাসিক ও তাদের অভিভাবকদের ক্ষোভ ছিল । এরপর জেলা চাইল্ড প্রটেকশন অফিস থেকে লোকজন হোমে আসে।তারা বলেন মেয়েরা পড়াশোনা করছে না, মেয়েদের কয়েকদিনের জন্য বাড়ি নিয়ে যেতে হবে।
এর পর তাদের আটকে বিক্ষোভ শুরু হয়।পুলিশ র্যাফ উদ্ধার করতে গেলে ঢিল ছোঁড়া শুরু হয় বলেও অভিযোগ।দুটি গাড়ি ভাঙচুর হয়।আধিকারীকদের উদ্ধার করে। অভিযোগ ঘটনায় আহত হয় বেশ কয়েক জন আবাসিক মেয়ে। উত্তেজনা থাকায় চন্দননগর পুলিশের ডিসি এসিপি পদমর্যাদার অফিসারের ঘটনাস্থলে পৌঁছান।