হোলিকা দহন উৎসব পালন মালদার নবাবগঞ্জ এলাকায়

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: আজ দেবদোল আর এই উৎসব উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও পালন হল হোলিকা দহন প্রক্রিয়া ।সম্পূর্ণ বিধি নিয়ম পালনের মধ্য দিয়ে সম্পন্ন হলো হোলিকা দহন ।

দেবদোলের দিন এ উৎসবে মেতে ওঠেন মাড়োয়ারি সমাজের লোকজনেরা শুধু তাই নয় আশপাশকার এলাকার মানুষজনেরাও অংশ নেন হোলিকা দহনে। তবে এ বছর গভীর রাত্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের এক সদস্য জানান এ বছর প্রথা অনুসারে রাত্রেই সময় ছিল তাই রাত্রি হোলিকা দহন উৎসব পালন হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − twelve =