কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: হোলিতে বেআইনি মদের চোরাকারবার রুখতে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিভিন্ন নাকা চেক পয়েন্টে তল্লাশি মজবুত করেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ প্রশাসন। গতকাল গভীর রাতে হরিশ্চন্দ্রপুর এর বিভিন্ন নাকা চেক পয়েন্ট এলাকা থেকে অভিযান চালিয়ে ৩০০ বোতলের বেশি দেশী বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ।
বেআইনিভাবে মদ পাচার করতে গিয়ে গ্রেফতার করা হয়েছে চারজনকে। এই চারজনের মধ্যে তিনজন হরিশ্চন্দ্রপুরের এবং একজন বিহারের দ্বারভাঙ্গা বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। ধৃত জনের নাম মুতুন দাস (৩১),নিত্যানন্দ সাহা (৩৫) দীপক রায় (33),রাজ কুমার সাহানি (২১) (বিহারের দারভাঙ্গা জেলা)।
পুলিশ সূত্রে জানা যায় হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিভিন্ন নাকা চেক পয়েন্টে এবং তল্লাশি চালিয়ে বেআইনি মদের পাচার রুখতে কড়া নজরদারি চালানো হচ্ছে হোলির আগে। গতকাল গভীর রাত্রে হরিশ্চন্দ্রপুর এর বিভিন্ন নাকা চেক পয়েন্ট থেকে 80 বোতল বিদেশী মদ এবং 232 বোতল দেশী মদ সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ এই চারজনকে চাচোল মহকুমা আদালতে তোলা হবে।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয় কুমার দাস জানান বেআইনি মদ পাচার রুখতে আমরা আরো সজাগ হয়েছি। গতকাল চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওদের কাছ থেকে বেশকিছু বোতল বেআইনি মদ উদ্ধার হয়েছে। আজ ওদের চাচোল মহকুমা আদালতে পাঠানো হবে।