হোলির ছুটির টাকা না পাওয়ায় শ্রমিক অসন্তোষ, দেড় বছর পর আবার বন্ধ হল চন্দননগর গোঁদলপাড়া জুট মিল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: সোমবার ২৪,মার্চ :: হোলির ছুটির টাকা না পাওয়ায় শ্রমিক অসন্তোষ, দেড় বছর পর আবার বন্ধ হল চন্দননগর গোঁদলপাড়া জুট মিল। শ্রমিকদের অভিযোগ, ম্যানেজমেন্ট মিলের গেটের সামনে একটি পোস্টার লাগিয়েছে, যেখানে লেখা আছে যে যেসব শ্রমিক হোলির পরের দিন কাজে যোগ দেননি, তারা হোলির ছুটির টাকা পাবেন না।

এই সিদ্ধান্তের ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং সমস্ত বিভাগ বন্ধ হয়ে যায়। শ্রমিকদের অধিকারের লড়াইয়ে বিজেপি এলাকায় মিছিল করে এবং ম্যানেজমেন্টকে সতর্ক করে জানায় যে শ্রমিকদের পাওনা টাকা দ্রুত পরিশোধ করতে হবে এবং মিল সঠিকভাবে চালাতে হবে।

বিজেপি নেতারা তৃণমূল সরকারকে আক্রমণ করে বলেন যে টিএমসির স্থানীয় নেতা ও ম্যানেজমেন্টের আঁতাতের কারণে শ্রমিকদের শোষণের নতুন পদ্ধতি শুরু হয়েছে। শ্রমিকদের অভিযোগ, কোম্পানির পোস্টার অনুযায়ী ৪৭০ জন শ্রমিক ছুটির টাকা থেকে বঞ্চিত হচ্ছেন।

২০০৯ সালে সঞ্জয় কাজরিয়া নামে এক ব্যক্তি এই মিলের দায়িত্ব নেওয়ার পর থেকেই শ্রমিকদের উপর নানা ধরনের অত্যাচার শুরু হয়েছে। একসময় এই মিলে ৬ হাজারের বেশি শ্রমিক কাজ করতেন, কিন্তু ম্যানেজমেন্টের শোষণের কারণে বর্তমানে মাত্র ৩ হাজার শ্রমিকই কারখানায় টিকে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 20 =