নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: রবিবার ১৬,মার্চ :: হোলির রাতেই পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি রোড সংলগ্ন উল্লাডাবরি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে যুবকের নাম সায়ন সরকার , বয়স আনুমানিক ২৬ বছর। বাড়ি ময়নাগুড়ি তে।
জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি আসার পথে উল্লাডাবরী সংলগ্ন এলাকায় কোনো অজ্ঞাত পরিচয় গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বলে স্থানীয় দের অনুমান। স্থানীয় বাসিন্দারা বিকট আওয়াজ শুনে ছুটে আসে। খবর পেয়ে ছুটে যায় ময়নাগুড়ি থানার পুলিশ।
স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তৎক্ষণাৎ ওই যুবক কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। শনিবার জলপাইগুড়ি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
হোলির রাতে এরকম তরতাজা একটি প্রাণ হারানোয় শোকের ছায়া নেমে এসেছে গোটা ময়নাগুড়িতে। কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।