নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আগরপাড়া :: শনিবার ১,নভেম্বর :: আগরপাড়া নর্থ স্টেশন রোড এলাকার এক ছাত্রনিবাসে তিন বন্ধুর সাথে থাকতো গুলশান কুমার। বিহারের গোরক্ষপুরের বাসিন্দা ছিল ছাত্রটি। আজ তার হোস্টেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় খড়দহ থানায়।
পরবর্তীতে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খড়দহ বলরাম বোস হাসপাতালে নিয়ে যায়। তার মৃত্যুর কারণ নিয়ে রহস্য দানা বেঁধেছে।
পড়াশোনার কোনো রকম মানসিক চাপে ছিলেন কিনা কিংবা অন্য কোন ব্যক্তিগত কারণ রয়েছে কিনা এই মৃত্যুর পিছনে সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখার চেষ্টা করছে খড়দহ থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।

