নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: ২ রা মার্চ :: ১০০ টি দেশের বিদেশী ভক্ত মিলিত নবদ্বীপ মন্ডল পরিক্রমার সমাপ্ত হলো আজ। শ্রী চৈতন্য মহাপ্রভুর ৫৩৭ তম আবির্ভাব তিথি উপলক্ষে ইসকন মায়াপুর চন্দ্রদয় মন্দির থেকে শুরু হয়েছিল নবদ্বীপ মন্ডল পরিক্রমা। বৃহস্পতিবার সমাপ্ত হলো নবদ্বীপ মন্ডল পরিক্রমার।
গত ২৩ ফেব্রুয়ারী থেকে ৭টি দলে বিভক্ত হয়ে নবদ্বীপের ৯টি দ্বীপে শুরু হয়েছিল দেশী ও বিদেশী ভক্তদের সমন্বয়ে পরিক্রমা। বৃহস্পতিবার সকালে সমস্ত পরিক্রমা একত্রিত হয়ে মিলিত হয় মায়াপুর ইসকন মন্দিরে। এবছর প্রায় ১০০ দেশের ৫ হাজার বিদেশী ভক্ত সহ হাজার হাজার দেশী ভক্তের সমাগম ঘটেছে গৌড় পূর্ণিমা উৎসব উপলক্ষে।
আগামী ৭ই মার্চ দোলের দিন মহাপ্রভুর জন্মের সন্ধিক্ষণে হবে বিগ্রহের মহা অভিষেক অনুষ্ঠান। আর সেই উপলক্ষে আরও ভক্তরা আসতে চলেছে মায়াপুর ইসকনে।