সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বুধবার ৭,জুন :: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের কাছে দলের তরফ থেকে দু লক্ষ টাকা পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে ।
বারুইপুরের ধপধপিতে ট্রেন দুর্ঘটনায় মৃত বছর একুশের সৌরভ রায়ের পরিবারের হাতে দু লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দিলেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান বন্দোপাধ্যায়। এদিন মৃত সৌরভ রায়ের মা ও বাবার সাথে কথা বলেন অধ্যক্ষ। পাশাপাশি সবরকম ভাবে পাশে থাকার আশ্বাসও দেন।
বিমান বাবু বলেন, ভিন রাজ্যে এখান থেকে যেমন জীবিকার জন্য বহু মানুষ যান, সেরকমই ভিন রাজ্য থেকেও প্রচুর মানুষ এই রাজ্যে আসেন জীবিকার জন্য । এ রাজ্যে কর্মসংস্থানের অভাব আছে বিরোধীদের এই অভিযোগ তিনি মানতে চাননি। পাল্টা তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে জানান , ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে ।
রাজ্যের লক্ষ লক্ষ মানুষ দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন না । তাই বাধ্য হয়ে মানুষজনকে এ রাজ্য থেকে ভিন রাজ্যে জীবিকার সন্ধানে যেতে হচ্ছে ।