১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে রবিবার কাঁকসার গোপালপুরে তৃণমূলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: সোমবার ৬,নভেম্বর :: রবিবার সকাল ১১টা নাগাদ গোপালপুর হাট তলায় কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তথা কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবাণী ভট্টাচার্য্য, সহ সভাপতি জয়জিত মন্ডল,কাঁকসা গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি সজ কাঁকসা ব্লকের তৃণমূল কমগ্রেসের কর্মী সমর্থকরা।

ভবানী ভট্টাচার্য জানিয়েছেন হাজার হাজার মানুষ ১০০ দিনের কাজ করে সেই টাকা পায় নি। কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না উল্টে নানান অজুহাত দেখাচ্ছে। তারই প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন। যতদিন না কেন্দ্র সরকার ১০০ দিনের বকেয়া টাকা দিচ্ছে ততদিন কাঁকসা ব্লকের বিভিন্ন প্রান্তে আগামী দিনেও লাগাতার আন্দোলন চলবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =