নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: বৃহস্পতিবার ২৮,নভেম্বর :: বীরভূমের রামপুরহাটের ১৬ নম্বর ওয়ার্ডের চাকলা মাঠের বাসিন্দা বিশ্বনাথ দাসের ছেলে তীর্থ দাস গত ১৭আগস্ট বৈকালে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় তারপরেই বীরভূমের রামপুরহাট থানায় তিনি অভিযোগ জানান।
অভিযোগ জানানোর পরেও কোনভাবে ছেলেকে ফিরে না পেয়ে প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের জানানোর পরে পুলিশ প্রশাসনের কোনরকম সহযোগিতা না পেয়ে। নিখোঁজ হওয়ার ১০০দিন কেটে যাওয়ায়
এবার বিশ্বনাথ দাস বীরভূমের রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে ধরনা মঞ্চ করে পেরিয়ে গেল একশ দিন আমার সন্তানকে ফিরিয়ে দিন ব্যানার লাগিয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে ধরনায় বসেন তিনি।
বিশ্বনাথ দাস জানান আগামী দিনে তিনি বীরভূম জেলার উচ্চপদস্থ আধিকারিকদের কাছে অভিযোগ জানাবেন এবং ছেলেকে ফিরে না পেলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন।