১০৮ টি জলভর্তি কলস যাত্রার মাধ্যমে গিরি গোবর্ধন মন্দির প্রতিষ্ঠা বলরামপুরে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ৩,নভেম্বর :: দীপাবলীর পরের দিন, কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে গোবর্ধন পুজো করা হয়। হিন্দু পুরাণ অনুসারে, দীপাবলির পরের দিন গিরি গোবর্ধন তাঁর আঙুলের ডগায় তুলেছিলেন শ্রীকৃষ্ণকে । এই ঘটনাকে ভক্তের বিপদে ভগবান কী ভাবে এগিয়ে আসেন, তার প্রকৃষ্ট উদাহরণ বলে মনে করা হয়।

শনিবার বলরামপুর দিপুটাড় গ্রামের বাসিন্দারা সকলেই মিলিত হয়ে গিরি গোবর্ধন মন্দিরের প্রতিষ্ঠার জন্য উদ্যোগী হলেন। গ্রামের বিবাহিত মহিলা ও কুমারী মেয়েরা মাথায় ১০৮ টি জলভর্তি ঘট কলস নিয়ে গ্রামের চারপাশে পরিক্রমা করে মন্দিরে আসে।

এই কলস যাত্রায় শামিল ছিলেন বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো সহ গ্রামের ৮ থেকে ৮০ সকলেই। রীতি মেনে অন্নকূট উৎসবও পালন করা হবে এই মন্দিরে বলে জানান পুরোহিত ঝাড়ু দাস। শুধু তাই নয় তিনি এই মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাস বিস্তারিত জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =