১০ উইকেট জিতে এশিয়া কাপ শিরোপা ভারতের।

স্পোর্টস ডেস্ক :: সংবাদ প্রবাহ :: সজল দাশগুপ্ত :: সোমবার ১৮,সেপ্টেম্বর :: সুপার ফোর এর ম্যাচে বাংলাদেশের কাছে হারতে হয়েছিল ভারতকে। অনেকেই এশিয়া কাপ ভারত জিতবে কিনা সেই ব্যাপারে কিছুটা হলেও অনিশ্চিত ছিলেন। তবে সব সন্দেহ ভেঙে চুরে চুরমার, ১০ উইকেট জিতে এশিয়া কাপ শিরোপা ভারতের।

প্রয়োজনীয় ৫১ রান মাত্র ৬ ওভার ১বলে তুলে নিল ভারতের ওপেনিং জুটি শুভমান গিল এবং ঈষান কিশস্ন। প্রসঙ্গত এদিন শ্রীলংকা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে সেই সিদ্ধান্ত তাদের কাছে বুমেরাঙ হয়ে দাঁড়ালো, এশিয়া কাপের ফাইনালে তাসের ঘরের মতো ভেঙে পড়ল শ্রীলংকার ব্যাটিং লাইন আপ। সিরাজের আগুনে বোলিং কাছে অসহায় আত্মসমর্পণ দ্বীপ রাষ্ট্রের ব্যাটসম্যানদের।

মাথা তুলে দাঁড়াতে অসহায় আত্মসমর্পণ শ্রীলংকার ব্যাটসম্যানদের। একটা সময় ৬ ওভার এর মধ্যে ১৩ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। এরপর ১৫ দশমিক দুই ওভার এর মধ্যে ৫০ রানে অলআউট হয়ে শ্রীলংকা।

জীবনের সেরা বোলিং করলেন সিরাজ ১৩ রান দিয়ে ৬ উইকেট , সামনে রয়েছে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ। সিরাজের এই দুর্দান্ত পারফরম্যান্স ভারতীয় বোলিংকে নিঃসন্দেহে ভরসা যোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + five =