নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শ্যামনগর :: ১০ গ্রাম হিরোইন সমেত মাদক বিক্রেতাকে গ্রেফতার করল নোয়াপাড়া থানা পুলিশ. ধতের নাম সুরাজ সাউ ওরফে সূর্যা, গত কাল নোয়াপাড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শ্যামনগর পিনকল মোড় থেকে গ্রেফতার করে ।
উদ্ধার করে এর কাছ থেকে দশ গ্রাম হিরোইন সহ একটি আগ্নেয় অস্ত্র। ধতের বিরুদ্ধে NDPS 21 ,25 ams aC t ধারায় মামলা রুজু করে, ১০ দিনের পুলিশে হেফাজতের আবেদন করে নোয়াপাড়া থানার পুলিশ ব্যারাকপুর আদালতের দিকে পাঠালো.
সূত্র মারফত জানা যাচ্ছে, এই হিরোইন ভদ্রেশ্বর থেকে আনা হতো এবং এইখানে বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হতো। এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত তা তদন্তে নেমেছে নোয়াপাড়া থানার পুলিশ।