ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: কোলকাতা(চায়না) :: মঙ্গলবার ২৩,জুলাই :: রীল বানানো নতুন প্রজন্মের কাছে একটা নেশা। এতে ভালোই রোজগার হয়। তাই এটাকে অনেকেই পেশা করে নিচ্ছে। কেউ বেড়ানো, কেউ রান্না করা, কেউ কোনো এডভেঞ্চার তো কেউ শুধুই খেয়ে যাওয়া।
আর তার পরিনাম কখনো কখনো ভয়ঙ্কর হয়ে ওঠে। যেমন হয়েছে চিনের মাত্র ২৪ বছরের যুবতী প্যান জায়োতিংয়ের। প্যান জায়োতিংয়ের ব্লগের বিষয় ছিল খাওয়া। বেশি করে খাওয়া, অনেক সময় ধরে খাওয়া। আর সেই কারণেই তাঁর মৃত্যু হলো।
আন্তর্জাতিক একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে খবরটি জানা যায়। তারপরেই তার সম্পর্কে বিস্তারিত খবর সামনে আসে। ফুড ব্লগিং তো অনেকেই করেন, তাই বলে খেতে খেতে মৃত্যু! তাও আবার লাইভ ভিডিয়ো চলাকালীন !
প্যান জায়োতিং নামে ওই যুবতীর মৃত্যু ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। লক্ষ লক্ষ দর্শক তখন তাঁর ভিডিয়ো দেখছিলেন। চিনের বাসিন্দা ওই কিশোরী খেতে খেতে লাইভ স্ট্রিমিং করতেন। ক্যামেরার সামনে প্রচুর খাবার খেয়ে টাকা রোজগার করতেন তিনি।