১০ দফা দাবিতে সোমবার দুপুরে মছলন্দপুর-১ নম্বর পঞ্চায়েতের প্রধানের কাছে একটি স্মারকলিপি জমা দিল সিপিআইএম ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাসাত :: NREGA প্রকল্পে দুর্নীতি, ১০০ দিনের কাজের ব্যবস্থা, প্রকৃত দরিদ্র মানুষদের ঘরের ব্যবস্থা, পরিবেশ সুরক্ষিত রাখা সহ ১০ দফা দাবিতে সোমবার দুপুরে মছলন্দপুর-১ নম্বর পঞ্চায়েতের প্রধানের কাছে একটি স্মারকলিপি জমা দিল সিপিআইএম ।

ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর গোবরডাঙা- হাবড়া গ্রামীণ-১ এরিয়া কমিটির তরফে এদিন এই স্মারকলিপির জমা দেওয়া হয়। এছাড়া পঞ্চায়েত অফিসের কাছে একটি জায়গায় মাইক বেঁধে অবস্থান বিক্ষোভ ও তাদের দাবি দাওয়া জানানো হয় সাধারণ জনগণের উদ্দেশ্যে।

এ বিষয়ে গোবরডাঙা- হাবড়া-১ এরিয়া কমিটির সেক্রেটারি স্বপ্না ঘোষ জানান তাদের সমস্ত দাবি দাওয়া স্মারকলিপি আকারে জমা দেওয়া হয়েছে, প্রধান বিষয়টি দেখে আমাদের কয়েকদিনের মধ্যেই রিপোর্ট দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =