নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: মঙ্গলবার ২,ডিসেম্বর :: শ্লীলতাহানির ঘটনা পূর্ব বর্ধমান জেলার মেমারি থানা এলাকায়। এক ১০ বছরের ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় গ্ৰেফতার ওই যুবক ।
পরিবার সূত্রে জানা যায় গত ১৩ নভেম্বর সকালে মেমারি থানা এলাকার এক ছাত্রী স্কুলের খাতা কিনতে যাবে বলে সাইকেলে করে বাড়ি থেকে বেরিয়েছিল। সেই সময় এক স্থানীয় যুবক ছাত্রীটির পথ আটকে তাঁর সঙ্গে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
এমনকি নিকটবর্তী বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্রীটির চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে যুবকটি পালিয়ে যায়।
পরিবারের লোকজন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে যুবকে চিনতে পেরে সোমবার রাতে এলাকায় মারধোর করে। মেমারি থানার পুলিশকে খবর দেওয়া হলে, ঘটনা স্থলে এসে পৌঁছায়।
ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেপ্তার করে পুলিশ।এদিন সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে ওই যুবককে বিরুদ্ধে । এছাড়াও নাবালিকা ছাত্রীর মেডিকেল টেস্ট করার জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়।

