স্পোর্টস ডেস্ক :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: বিশ্বের সবচেয়ে বেশি বয়সের টেস্ট ক্রিকেটার আইলিন অ্যাশের জীবনের ইনিংস থামল ১১০-এ। কিংবদন্তি ক্রিকেটারের প্রয়াণে শোকপ্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডে মহিলাদের ক্রিকেটে ম্যানেজিং ডিরেক্টর ক্লেয়ার কোনর ক্রিকেটের প্রতি অ্যাশের অবদানের কথা উল্লেখ করে বলেছেন, যে কিংবদন্তিদের কাছে আমাদের ক্রিকেট ঋণী,তাঁদের অন্যতম অ্যাশ। শোকবিহ্বল হয়েই তাঁকে আমাদের বিদায় জানাতে হচ্ছে।
১৯৩৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় আইলিন অ্যাশের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ও পরে মিলিয়ে মোট সাতটি টেস্ট খেলেছেন। ২৩ গড়ে নিয়েছেন ১০ উইকেট। ডানহাতি সিমার অবসর নেন ১৯৪৯ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আইলিন হোয়েল্যান পদবিতে তিনটি টেস্ট খেলেছিলেন। ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে একবার দুই অঙ্কের রান পেলেও জীবনের ইনিংসে ঝকঝকে শতরানই করে গেলেন তিনি!
সংবাদ সূত্র :: ওয়ান ইন্ডিয়া