১১ দিনের মাথায় ফের দুর্ঘটনা চিংড়িঘাটায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ২৮,ফেব্রুয়ারি :: ১১ দিনের মাথায় ফের দুর্ঘটনা চিংড়িঘাটায় উড়ালপুল ক্রস করে সল্টলেক আসার পথে দুর্ঘটনা । ঘুমিয়ে পড়েছিলেন চালক। দাবি পুলিশের |

রাস্তার পাশে উঁচু ফুটপাথের কিনারায় গাড়ির ধাক্কা সেই সময় গাড়ির গতি কমপক্ষে ৮০ কিলোমিটার ছিল  দাবি পুলিশের। ধাক্কা মেরে রাস্তায় উল্টে যায় গাড়ি –

বেশ কিছুক্ষণ সেইভাবেই গাড়ি রাস্তায় উল্টে পড়েছিল খবর পেয়ে স্পটে আসে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ । চালক সত্যি বলছেন কিনা খতিয়ে দেখা হচ্ছে চালক মদ্যপ ছিলেন কিনা খতিয়ে দেখা হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =