১২ তম ন্যাশনাল অ্যামেচার চ্যাম্পিয়নশিপ ২০২৫, বিলো ২৩০০মহিলা বিভাগে চ্যাম্পিয়ন পূর্ব বর্ধমানের মেমারীর বৃষ্টি মুখার্জী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: বুধবার ২,এপ্রিল :: ১২ তম ন্যাশনাল অ্যামেচার চ্যাম্পিয়নশিপ ২০২৫, বিলো ২৩০০মহিলা বিভাগে চ্যাম্পিয়ন পূর্ব বর্ধমানের মেমারীর বৃষ্টি মুখার্জী। গোটা দেশজুড়ে মোট ৬ টি বিভাগে ৪৬৬ জন দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যার মধ্যে বিলো ২৩০০ বিভাগে চ্যাম্পিয়ন হয় বৃষ্টি মুখার্জি।

সাড়ে ৫ বছর বয়স থেকেই দাবা খেলা শুরু করে পূর্ব বর্ধমানের মেমারীর বাসিন্দা বৃষ্টি মুখার্জি। এর আগেও অনেকবার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, ১৩ বার স্টেট চ্যাম্পিয়ন, ন্যাশনাল চ্যাম্পিয়ন ২ বার,আগামী দিনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বৃষ্টির।

অভিমানের সঙ্গে সে বলে অন্যান্য রাজ্যের কোন দাবাড়ু আমার লেভেলে চ্যাম্পিয়ন হয়ে ফিরলে সেখানকার মুখ্যমন্ত্রী তার সাথে দেখা করেন বা অনেক হেল্প করেন কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাকে অন্তত ধন্যবাদটুকু জানান না যা সত্যি অনেক কষ্টের।

ক্রিকেট, ফুটবল বা অন্য কোন খেলা নিয়ে যতটা উন্মাদনা দেখা যায় দাবা নিয়ে ততটা উন্মাদনা নেই বাংলায়।

দাবা টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বিভিন্ন সময় বিভিন্ন দেশে যেতে হয় বৃষ্টিকে, বিগত দিনে প্রশাসনিক লেভেলের অনেকে সাহায্য করলেও বর্তমানে সেই রকম সাহায্য পাচ্ছে না সে। বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করার আগে আর্থিকভাবে দুশ্চিন্তায় ভুগতে হয় তাকে যার জন্য মানসিকভাবে অনেক সময় ভেঙে পড়ে বৃষ্টি।

বৃষ্টি চ্যাম্পিয়ন হয়ে মুখ উজ্জ্বল করেছে বাংলার তাই বাংলার মুখ্যমন্ত্রী যদি বৃষ্টির দিকে দৃষ্টিপাত করেন আমরা কৃতজ্ঞ হব, পাশাপাশি প্রশাসনিক স্তরের যারা রয়েছেন তাদের সাহায্য কামনা করেন বৃষ্টির মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =