নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: মঙ্গলবার ২১,অক্টোবর :: নিয়ন্ত্রণ হারিয়ে মঙ্গলবার দ্রুত গতিতে ছুটে আসা স্করপিও গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতোয়ালি থানার পালপাড়া ১২ নম্বর জাতীয় সড়কে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম সুজিত মাহাতো বয়স ৪৯ বছর। তার বাড়ি কোতোয়ালি থানার সুভাষনগর বারুইহুদা এলাকায়। এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ধারে বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন সুজিত বাবু।
আচমকাই একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সুজিত বাবুকে ধাক্কা মারার পাশাপাশি রাস্তার ধারে একটি দোকান ভেদ করে গাড়িটি ঢুকে যায়।
ঘটনাস্থলে গুরুতর আহত হন সুজিত বাবু। স্থানীয়রা দেখতে পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে জেলা হাসপাতাল শক্তিনগরে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনায় ব্যাপক আতংক ছড়িয়েছে এলাকায় ।