নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নাসিক :: রবিবার ১০,মার্চ :: বাঘমামার সামনে পড়া যে সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি হওয়া তা গুপি-বাঘা বার বার বুঝিয়েছে বাঙালিকে। যদিও ১২ বছরের খুদে পাত্তাই দিল না! ঘরে বাঘ ঢুকেছে দেখে ঠান্ডা মাথায় দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে গেল সে। বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কেবল নিজের প্রাণ রক্ষাই করেনি খুদে, সেইসঙ্গে ঘরবন্দি করে চিতাবাঘটিকে ধরিয়ে দিতেও সফল হয়েছে। গোটা ঘটনা সামনে এসেছে রোমহর্ষক এক ভিডিওর সূত্রে।
ঘটনাটি মহারাষ্ট্রের মালেগাঁও জেলার। নাসিকের বাসিন্দা ১২ বছরের ওই নাবালকের নাম মোহিত আহিরে। হাড়হিম করা ভিডিওতে দেখা গিয়েছে, দরজার কাছে ঘরের ভিতরে একটি সোফাতে বসে মোবাইলে গেম খেলছে মোহিত। আচমকাই দরজা খোলা পেয়ে ওই ঘরে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। বাঘ খেয়াল করেনি নাবালককে। যদিও মোহিত দ্রুত বুঝতে পারে বিপদ সামনে। কয়েক সেকেন্ডের মধ্যেই সঠিক সিদ্ধান্ত ফেলে। চট করে ঘরে থেকে বেরিয়ে দরজা আটকে দেয়।