১৩ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে মালদা, জেলা ৩৬তম বইমেলা।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১১,জানুয়ারি :: আগামী ১৩ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে মালদা, জেলা ৩৬তম বইমেলা। যা চলবে আগামী ২০শে জানুয়ারি পর্যন্ত। ৩৬তম মালদা জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মালদা কলেজ ময়দানে। তাই এই এখন মালদা কলেজ ময়দানে চলছে জোরদার প্রস্তুতি।

৩৬তম মালদা জেলা বইমেলার উদ্বোধনের প্রাক্কালে বইপ্রেমীদের নিয়ে পদযাত্রা শুরু হবে মালদা শহরের বৃন্দাবনী ময়দানে। বইমেলার উদ্বোধক হিসেবে হাজির থাকছেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক বিনায়ক চট্টোপাধ্যায়। সঙ্গে থাকবেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

এছাড়াও বইমেলার শেষ দিনে সাংস্কৃতিক মঞ্চ মাতাতে আসবেন বিশিষ্ট সংগীত শিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। শনিবার এমনটাই জানালেন মালদা জেলা বইমেলা কমিটির কর্মকর্তা প্রসেনজিৎ দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =