১৪৫ ব্যাটালিয়নের সতর্ক বিএসএফ জওয়ানরা সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করে এবং ০৩ টি সোনার বিস্কুট সহ একজন বাংলাদেশী মহিলা ভ্রমণকারীকে আটক করে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পেট্রাপোল :: রবিবার ২৬,মে :: জেলা-উত্তর ২৪ পরগণা দক্ষিণবঙ্গ সীমান্তের অন্তর্গত আইসিপি পেট্রাপোল, ১৪৫ ব্যাটালিয়নের সতর্ক বিএসএফ জওয়ানরা সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করে এবং ০৩ টি সোনার বিস্কুট সহ একজন বাংলাদেশী মহিলা ভ্রমণকারীকে ধরার চেষ্টা করছিলেন এই সোনার বিস্কুটগুলো তার শরীরে লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচার করে।

জব্দ করা সোনার বিস্কুটগুলির ওজন ৩৫২.৭৩০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ২৫,৯০,৮০২/- টাকা উল্লেখ্য ২৩ মে বিএসএফও ৮৫ লক্ষ্য টাকা মূল্যের ১.২ কেজি সোনা বাজেয়াপ্ত করেছিল।

তথ্য অনুযায়ী একজন বাংলাদেশী যাত্রীর তল্লাশির সময় বিএসএফ জওয়ানরা মেটাল ডিটেক্টর ব্যবহার করে একজন মহিলা যাত্রীর নীচের অংশে কিছু ধাতব পদার্থের উপস্থিতি সনাক্ত করে। মহিলা কনস্টেবল তাকে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার জন্য কাছের একটি টয়লেটে নিয়ে যান যেখানে তল্লাশির সময় শরীরের নীচের অংশ (মলদ্বার) থেকে ০৩ টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়।

পরে স্বর্ণের বিস্কুট জব্দ করে যাত্রীকে আটক করা হয়। গ্রেফতারকৃত যাত্রী হলেন হাসি খানম, স্ত্রী-মোহাম্মদ সবুর খান বাবু, আর/ও ৮৩৩/৮৩৪, রোড-১২/ধা, পল্লবী, মিরপুর, ঢাকা, বাংলাদেশ।

জিজ্ঞাসাবাদে হাসি খানম জানায়, পানা নামের এক বাংলাদেশি তাকে বাংলাদেশ থেকে ভারতে ০৩ পিস সোনার বিস্কুট নিয়ে যেতে বলে এবং এক অজ্ঞাত ব্যক্তি কলকাতার নিউ মার্কেটে এসে ওই সোনার বিস্কুটগুলো নিয়ে যেতে বলে বিস্কুট নাও। এর সফল ডেলিভারির জন্য ১০,০০০ টাকা দিতে হবে।

স্বর্ণ নেওয়ার পর শরীরের মলদ্বারে লুকিয়ে রাখেন। কিন্তু আইসিপি পেট্রাপোলে বিএসএফ চেক পয়েন্টে পৌঁছলে বিএসএফ কর্মীরা তাকে সোনার বিস্কুটসহ ধরে ফেলে। আটক নারী যাত্রী ও জব্দকৃত সোনার বিস্কুট পেট্রাপোলের কাস্টমস বিভাগকে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =