নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২৬,ডিসেম্বর :: ১৪ চাকা পণ্যবাহী লরির সঙ্গে ইট বোঝাই ট্রাকটারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ট্রাক্টারে কর্মরত ১ মহিলার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান আরামবাগ ৭ নম্বর রাজ্য সরকারের উপর রায়না থানার অন্তর্গত বাঁকুড়া মোড় সংলগ্ন নতুন টোল প্লাজ এর কাছে।
স্থানীয় সূত্রের খবর একটি ১৪ চাকা পণ্যবাহী লরি বাঁকুড়া মোড় থেকে বর্ধমানের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল, খালের পুল থেকে বাঁকুড়া মোড়ের মুখে একটি ইট বোঝাই ট্রাক্টর রং সাইড ধরে যাচ্ছিল,ফলে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে।
ঘটনাস্থলে দুমড়ে মুছড়ে যায় দুটি গাড়ি। স্থানীয় মানুষ এবং রায়না থানার পুলিশ ছুটে আসেন, ট্রাক্টারে থাকা এক মহিলা গুরুতর জখম হন।
তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক সেখানে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে বাজেয়াপ্ত করেছে রায়না থানার পুলিশ।
লরির চালক, ট্রাক্টারের চালক ও ট্রাক্টারে থাকা এক শ্রমিক পলাতক।গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রায়না থানার পুলিশ।

