নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: রবিবার ২৭,আগস্ট :: ১৪ বছরের এক কিশোরের আমবাগান থেকে বস্তাবন্দী মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ছেলের মুক্তির জন্য ফোনে তিন লক্ষ টাকা দাবি করেছিল অভিযুক্তরা, অভিযোগ পরিবারের। ঘটনায় গ্রেপ্তার ২ অভিযুক্ত।
ঘটনাটি নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ঘূর্ণি এলাকার। জানা যায় গত শুক্রবার সন্ধ্যা নাগাদ ঘূর্ণি এলাকার কিশোর বিজয় রায় বয়স ১৪ বছর, বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়েছিল। তারপর আর বাড়ি ফেরেনি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে শুক্রবার গভীর রাতে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি মিসিং ডায়েরি করা হয় পরিবারের তরফ থেকে।
গতকাল রাতে প্রশাসনের তরফ থেকে বাড়িতে খবর দেওয়া হয়। হাসপাতালে তার মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। প্রশাসনিক সূত্রের খবর হিজুলি এলাকার একটি আম বাগানে বস্তাবাঁধা অবস্থায় ওই কিশোরের মৃতদেহ পড়েছিল।
ওই এলাকার মানুষের সন্দেহ হয়, পুলিশকে খবর দিলে পুলিশ এসে বস্তা খুলতেই মৃতদেহটি দেখতে পায়। এরপরই তারা উদ্ধার করে মৃতদেহটি হাসপাতালে নিয়ে আসে।