নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চ্যাংরাবান্ধা :: বৃহস্পতিবার ৬,ফেব্রুয়ারি :: ১৫ কোটি টাকা খরচ করে সংস্কার করা হবে মেখলিগঞ্জ-চ্যাংরাবান্ধা রাজ্য সড়ক। এই কাজের সূচনা করেন এলাকার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী।
এছাড়াও মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি,তিস্তা ব্রীজ কন্সট্রাকশন ডিভিশনের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সামাদ আলি প্রমুখ উপস্থিত ছিলেন।
বিধায়ক জানিয়েছেন,পুর্ত দপ্তরের তরফে এই রাস্তার কাজের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।টেন্ডারও হয়ে গিয়েছে।যথা সময়ে কাজটি শেষ হবে বলে আশা করছি।”
মেখলিগঞ্জ শহরের আমন্ত্রণ ভবন এলাকা থেকে ধাপড়া পর্যন্ত ১৫ কিমি এই রাস্তাটি অনেকদিন থেকেই বেহাল হয়ে পড়েছে।বিভিন্ন জায়গায় রাস্তার উপর থেকে বালি পাথর উঠে গিয়েছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটেছে।অবশেষে রাস্তা সংস্কারে উদ্যোগ গৃহীত হওয়াতে খুশি নিত্যযাত্রী সহ স্থানীয়রাও।