১৫ টাকা কেজি দরে সরকারকে চাষিদের কাছ থেকে আলু কিনতে হবে – শুভেন্দু

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: বুধবার ১৩,আগস্ট :: পশ্চিমবঙ্গে আলু চাষীদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে আজ হুগলির রতনপুর মোড়ে বেলা ১১ টা থেকে আলু চাষীদের বঞ্চনার প্রতিবাদে অবস্থান শুরু হয়। দুপুরের পর এসে হাজির হন অবস্থান মঞ্চে এবং তার বক্তব্য তুলে ধরেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

এই অবস্থান মঞ্চ একটি জনসভায় রূপান্তরিত হয়। বিজেপির সংগঠনিক বহু নেতা-নেত্রীকেও এই অবস্থান মঞ্চে দেখা যায়। পশ্চিমবঙ্গের আলু চাষীদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে অবস্থান মঞ্চ থেকে চড়া সুরে রাজ্য সরকারকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী

বলেন ১৫ টাকা কেজি দরে সরকারকে চাষিদের কাছ থেকে আলু কিনতে হবে। শুভেন্দুর অভিযোগ, আলুর ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা। এই দাবিতে চাষিদের নিয়ে আন্দোলনে নামার হুমকি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

চাষীদের একজোট হওয়ার নির্দেশ দেন ২০২৬ এর আগে বিজেপি সিঙ্গুর থেকেই তাদের মাটি শক্ত করতে চাইছে কারণ এখান থেকেই আলু রাজ্য ছাড়াও বাইরে পাঠানো হয়। তাই চাষীদের চাঙ্গা করতে এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। বিভিন্ন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 5 =