নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১৪,ডিসেম্বর :: দীর্ঘ ১৫ দিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাবার পাচ্ছেন না শিশু,প্রসূতি ও গর্ভবতী মায়েরা। অঙ্গনওয়াড়ি কর্মী ও রাঁধুনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে খালি থালা-বাটি নিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা।ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুর বারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামে।

সরকারি নির্দেশিকা ছাড়াই সপ্তাহের প্রতি শনিবার ছুটি রাখেন।কেন্দ্রের কর্মী প্রায়ই দেরি করে আসেন।সকালে বাচ্চারা টিফিনের কৌটো নিয়ে কেন্দ্রে যায়।কর্মী না থাকলে ছেলেরা খেলতে চলে যায়।পরে তারা কেন্দ্রে গেলে খাবার দেওয়া হয় না।