নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: মঙ্গলবার ৩১,অক্টোবর :: টাটা পশ্চিমবঙ্গের সিঙ্গুর থেকে বেরিয়ে আসতে বাধ্য হওয়ার ১৫ বছর পর, টাটা মোটরস পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশনের (ডব্লিউবিআইডিসি) বিরুদ্ধে সালিশি মামলা জিতেছে|
সিঙ্গুর-ন্যানো প্ল্যান্ট কেসে রাজ্য টাটাকে ফেরত দেবে ৭৬৬ কোটি টাকা প্লাস ১১% সুদ। টাটা ন্যানো-এর সিঙ্গুর উত্পাদন কেন্দ্রের দাবির বিষয়ে টাটা মোটরসের পক্ষে তিন সদস্যের সালিসি ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে ৷