নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বৃহস্পতিবার ২৫,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার কালনা থানা এলাকায় ১৫ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এই প্রসঙ্গে নির্যাতিতা ওই নাবালিকার বাবা জানান অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এলাকার পঞ্চায়েত প্রধান হরে কৃষ্ণ মন্ডল
জানা গিয়েছে গত এক সপ্তাহ আগে আর ওই এলাকায় ভাড়া এসেছিল তারা। এরপরই তার বাবা কাজে চলে গেলে সেই সুযোগ নিয়ে প্রতিবেশী ওই যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপরই ওই নাবালিকার বাবা বাড়ি ফিরে এলে তাকে পুরো ঘটনা জানালে, এরপরই কালনা থানার দারস্থ হয় নির্যাতিতা ওই নাবালিকার বাবা।
ঘটনা তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক। অন্যদিকে স্থানীয় এলাকার পঞ্চায়েত প্রধান হরে কৃষ্ণ মন্ডলও অভিযুক্তর শাস্তির দাবি করেছেন।

