নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: ৩০ জুন বৃহস্পতিবার ১৬৭ তম হুল দিবসের শুভলগ্নে হুগলি জেলার পোলবা থানার সুগন্ধ্যা অঞ্চল আদিবাসী কমিটির উদ্যোগে ভারতের স্বাধীনতা সংগ্রামের পথপ্রদর্শক তথা সাঁওতাল বিদ্রোহের নায়ক বীর শহীদ সিধু ও কানুর স্মরণে গটু ব্রিজ সংলগ্নে নির্মিত মূর্তির উন্মোচন হল ।উন্মোচন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার । সঙ্গে ছিলেন পোলবা দাদপুর ব্লক এর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ , সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা । এছাড়াও ছিলেন আদিবাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বহু মানুষ ।