নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: রবিবার ১৭,নভেম্বর :: বৈষ্ণবীয় ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রকৃতির উৎসবই রাস। এই বিশেষ উৎসবে গোপিনীদের সহযোগে রাধাকৃষ্ণের প্রার্থণা করা হয়। পুরাণে রাস উৎসবের উল্লেখ আছে। বাঁকুড়া শহরের বুকে চলছে জমজমাট রাস উৎসব। রাস পূর্ণিমা থেকে শুরু হয়েছে এই রাস উৎসবের।
উনবিংশ শতকের মাঝামাঝি সময়ে বাঁকুড়ার বিশিষ্ট ব্যবসায়ী পরম বৈষ্ণব নবীনচন্দ্র দত্ত তৎকালীন সময়ের বাঁকুড়ায় তালডাংরা রোড এবং বনপুকুর রোডের সংযোগ স্থলে(বর্তমানে রাসতলা মোড়ে) মন্দির তৈরি এবং প্রতিষ্ঠা করেন। দীর্ঘ ১৭০ বছরের প্রাচীন এই রাসমন্দির এবং রাস উৎসব। কলকাতার দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই মন্দির আলোকসজ্জায় সেজে উঠেছে। এই উৎসব তিন ধরে পালিত হয় ।