১৮ বছরের সেনা–সেবা শেষে বাড়ি ফিরতেই অনুষ্ঠিত হল ধুমধাম সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মল্লারপুর :: বুধবার ৩,ডিসেম্বর :: বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত মহুলা গ্রামের বাসিন্দা সুখেন প্রামাণিক দীর্ঘ ১৮ বছর ধরে ভারতীয় সেনাবাহিনীর ইলেকট্রনিক্স মেকানিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (EME) বিভাগে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।দেশের সেবায় নিজের জীবন উৎসর্গ করে প্রায় দুই দশকের কর্মযাত্রা সম্পূর্ণ করে তিনি সম্প্রতি গ্রামে ফিরেছেন। তাঁকে ফিরতে দেখেই খুশিতে মেতে ওঠে গোটা গ্রাম। সকাল থেকেই গ্রামবাসী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সকলেই জড়ো হতে থাকেন তাঁর বাড়ির সামনে।

ফুলের মালা পরিয়ে, বাজনা-বাজিয়ে এবং হুডখোলা গাড়িতে করে পুরো গ্রাম পরিক্রমা করিয়ে ‘গ্রামের গর্ব’ সুখেন প্রামাণিককে বরণ করেন সবাই। এমন সম্মান জানাতে উপস্থিত ছিলেন গ্রামের স্কুলের শিক্ষকরাও।

রাজস্থানে দীর্ঘদিন কর্মরত থাকার পর নিজের মাটিতে ফিরে আবেগাপ্লুত হন তিনি। বলেন,
“ভারত মাতার সেবা করতে পেরে আমি সত্যিই ধন্য। ১৮ বছরের কর্মজীবন শেষ করে আজ গ্রামে ফিরে অপরিসীম আনন্দ হচ্ছে

একইসঙ্গে তিনি এলাকার তরুণদের উদ্দেশে বার্তা দেন দেশের সেবায় এগিয়ে আসার জন্য ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + sixteen =