সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক ;; বুধবার ১৭,জানুয়ারী :: সাল ১৯৪৮, সেবার অলিম্পিকের আসর বসেছিল লন্ডনে। ভারতীয় ফুটবল দল সেবার লন্ডন অলিম্পিকের ফুটবল ইভেন্টে অংশগ্রহণ করেছিল। ভারতীয় ফুটবল দলকে নেতৃত্ব দিয়েছিলেন শৈলেন্দ্রনাথ মান্না। তবে অর্থনৈতিক অসচ্ছলতার কারণে জুতোর অভাবে খালি পায় খেলতে হয়েছিল ভারতীয় ফুটবল দলকে।
বিশ্বের অন্যতম সেরা ফুটবল দল ফ্রান্সের সঙ্গে খালি পায়ে খেলেই টক্কর দিয়েছিল ভারতীয় ফুটবলাররা। খেলা এক-এক গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়। খালি পায়ে খেলতে গিয়ে বেশ কিছু ভারতীয় ফুটবলার পায়ে চোট পান। তবে সেই চোট আঘাতকে অগ্রাহ্য করে ফ্রান্সের সাথে রীতিমতো টক্কর দিয়েছিল শৈলেন্দ্রনাথ মান্নার নেতৃত্বাধীন ভারতীয় ফুটবল দল।