২০১৪ এর আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে সল্টলেক রাজপথে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::  কলকাতা :: শনিবার ২৫,নভেম্বর ::  ২০১৪ এর আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে সল্টলেক রাজপথে। গত বুধবার থেকে সল্টলেকের করুণাময়ী সংলগ্ন সৌরভ গাঙ্গুলী অ্যাকাডেমীর সামনের ফুটপাতে বসে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে চাকরিপ্রার্থীরা।
২০১৪’র আপার প্রাইমারি চাকরিপ্রার্থী নিয়োগের দাবিতে ধর্মতলায় প্রায় ৫২৮ দিনে পড়লো আন্দোলন। পরবর্তী সময়ে তারা বিকাশ ভবনের কাছে আন্দোলন করতে চাইলে অনুমতি না পেয়ে আদালতের দ্বারস্থ হয়। এরপরই আদালতের নির্দেশে ৭২ ঘন্টার  অনুমতি পেয়ে সল্টলেক করুণাময়ী সংলগ্ন সৌরভ গাঙ্গুলী অ্যাকাডেমির সামনে ফুটপাতে অবস্থান-বিক্ষোভ বসে চাকরি প্রার্থীরা।
আন্দোলনকারীদের দাবি অবিলম্বে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। যদি শিক্ষা দপ্তরের কোন প্রতিনিধি তাদের সঙ্গে কথা না বলে  রাস্তায় আমরণ অনশন করবেন বলে হুঁশিয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − four =