নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ২০১৭ সালের বন্যা ত্রানের দুর্নীতির তদন্তের দাবি চেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের নেতা কর্মী ও বঞ্চিত উপভোক্তারা।বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের প্রায় তিন শতাধিক কংগ্রেসের নেতাকর্মী কড়িয়ালি বাজারে রাস্তায় নেমে হাতে প্লেকার্ড নিয়ে এই বিক্ষোভে সামিল হয়।
তাদের অভিযোগ,২০১৭ সালের বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বঞ্চিত রেখে তৃনমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান,উপ প্রধান,পঞ্চায়েত সমিতির সদস্য ও কর্মাধ্যক্ষ সহ তাদের পরিবারের সদস্যদের একাউন্টে ৭০ হাজার করে একাধিক বার টাকা ঢুকেছে।সরকারি কর্মচারীদের একাউন্টেও ঢুকেছে সেই টাকা।হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের টাকা হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের উপভোক্তারা পেয়েছে।এমনকি বিহারে তৃনমূল নেতাদের আত্মীয়ের একাউন্টেও সেই টাকা ঢুকেছে বলে অভিযোগ।