নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মমতা বন্দোপাধ্যায়ের বাংলা অ্যাকাডেমি পুরস্কার পাবার প্রতিবাদে নিজের ২০১৯ সালে পাওয়া অন্নদাশঙ্কর সম্মামনা ত্যাগ করলেন লেখিকা ও গবেষিকা রত্না রশীদ ব্যানার্জি। তিনি বর্ধমানের খাগড়াগর এলাকায় মঙ্গলবার তার নিজের বাড়িতে বসে সাংবাদিক সন্মেলন করে একথা জানান ।তিনি দুবার অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন। তার মধ্যে ২০০৯ এবং ২০১৯ দুবার।সেই পুরস্কারের মধ্যে ২০১৯ এ পাওয়া পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন তিনি। তিনি জানান; যেভাবে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে তার একটা প্রতিবাদ দরকার।
মমতা বন্দোপাধ্যায়ের লেখাগুলিকে সাহিত্য পদবাচ্য বলেই মনে করেন না। যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তারা কীভাবে এই সিদ্ধান্ত নিলেনে তাতে বিষ্ময় প্রকাশ করেন তিনি।
মুসলিম বিয়ের গান সহ নানা বিষয়ে গবেষণা রয়েছে রত্নাদেবীর। অজস্র; প্রবন্ধ ; গল্প লেখিকার ঝুলিতে রয়েছে ত্রিশটি পুরস্কার। তার মধ্যে ২০১৯ পাওয়া অ্যাকাডমি পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন তিনি। ২০০৯ এর টা নয়। কারণ হিসেবে বলেন; এই পুরস্কারের গরিমা রক্ষিত হয় নি। তিনি মনে করেন; সাহিত্য সাধনার বিষয়। এই সিদ্ধান্ত কোনোভাবেই রাজনীতির সাথে সংশ্লিষ্ট নয়