২০১৯-২০ সেশানে রাস্তা তৈরীর কাজের জন্য বরাদ্দ হয়েছিল টাকা। কিন্তু সেই টাকায় রাস্তা হয়নি।

কুমার মাধব  :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ২৭শে, মার্চ :: রাস্তা এখনো কাঁচা অবস্থায় পড়ে রয়েছে। ২০১৯-২০ সেশানে রাস্তা তৈরীর কাজের জন্য বরাদ্দ হয়েছিল টাকা। কিন্তু সেই টাকায় রাস্তা হয়নি। রাস্তার নাম করে ফলকও লাগানো হয়েছিল যদিও সেই ফলক পরে চুরি হয়ে যায়।

এমনই এক ছবি দেখা গেল কালিয়াচকের এক নম্বর ব্লকের রামা শংকর টলা এলাকায়। রাস্তার বরাদ্দ টাকা কোথায় গেল সেই প্রশ্ন এখন এলাকাবাসীদের। রাস্তার দাবী নিয়ে ইতিমধ্যেই জেলাশাসক ও কালিয়াচক এক নম্বর ব্লকের বিডিওর কাছে অভিযোগ করেছে।

গ্রামবাসীদের অভিযোগ রাস্তার তৈরির বরাদ্দ টাকা কালিয়াচক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান , মেম্বাররা নয়ছয় করেছে। যদিও গ্রামবাসীদের এই অভিযোগ মানতে নারাজ কালিয়াচক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এনআরইজিএস টাকা বর্তমানে কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। যার ফলে রাস্তাটির কাজ এখনো সম্পূর্ণ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + four =