নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ৩০,মার্চ :: ২০২২ সালের এক নৃশংস ঘটনার বিচার শেষে দোষীর কঠোর শাস্তি ঘোষণা করলো বর্ধমান জেলা আদালত । বিচারক বর্ষা বানসাল আগারওয়াল পকসো আইনে অভিযুক্ত শের আলী মল্লিককে ২৫ বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
পাশাপাশি ওই একলক্ষ টাকা জরিমানার ৯০ পারসেন্ট ওই নাবালিকার পরিবারের হাতে তুলে দেওয়ার কথাও ঘোষনা করেন।
এই মামলার সরকারি আইনজীবী সুদর্শনা ঘোষ জানান, পূর্ব বর্ধমান জেলার রায়না থানা এলাকার ১১ বছরের এক শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগে শের আলী মল্লিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ঘটনার পর শিশুটির মা রায়না থানায় অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে তদন্ত শুরু হয়।
এই রায় বিচার ব্যবস্থার কঠোর অবস্থানের বার্তা দিচ্ছে এবং শিশু সুরক্ষার প্রশ্নে আইনি ব্যবস্থার দৃঢ়তা প্রমাণ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।