২০২২ সাল থেকে ২০২৫ এখন পর্যন্ত, ইলেকট্রিক ছাড়াই জীবন যাপন করছে।

নিজস্ব সংবাদদাতা  :: সংবাদ প্রবাহ :: বজবজ :: বৃহস্পতিবার ১৫,মে :: দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ ১ নম্বর ব্লকের অন্তর্গত বুইতা গ্রাম পঞ্চায়েতের ১৯৫ বুথ এর বাসিন্দা গত ২০২২ সাল থেকে ২০২৫ এখন পর্যন্ত, ইলেকট্রিক ছাড়াই জীবন যাপন করছে।

প্রচন্ড গরমে মানুষ এখানে একদিন একঘন্টা কারেন্ট অফ থাকলে সহ্য করতে পারে না সেখানে বছরের পর বছর এভাবে দিন কাটাচ্ছেন জিয়াউল হক এবং তার পরিবার।

জিয়াউল হকের বাড়িতে আগে কারেন্ট ছিলো,তিনি আগে বাইরে চাকরি করতে গিয়েছিলেন, কর্মসূত্রের বাইরে থাকার জন্য ইলেকট্রিক লাইন এর অর্থ পরিশোধ করতে না পারায় ইলেকট্রিক কর্তৃপক্ষ তার ঘরের লাইট কেটে দিয়ে যায়।

তিনি বাইরে থেকে ফিরে এসে ইলেকট্রিক অফিসে যোগাযোগ করেন এবং লাইন জোড়ার অনুরোধ জানান। কিন্তু ইলেকট্রিক লাইন এখনো জোড়া হয়নি।

কেন হয়নি বা কেন হচ্ছে না তার সঠিক উত্তর তিনি আজও পর্যন্ত পেলেন না । স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানালেও বিষয়টায় কোন কর্ণপাত ত করেনি কেউ এমনটাই অভিযোগ করছেন শেখ জাউল হক এবং তার পরিবার।

গত ২৪-৭-২০২৪ তারিখ পঞ্চায়েত প্রধান একটি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে চেষ্টা করলেও কোন সূরাহা হয়নি।

স্থানীয় সদস্যর বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দিলেন তিনি আরো জানা এই বিষয়ে সদস্যকে একাধিকবার জানানো হলেও তিনি কোন পদক্ষেপ নেননি। এই প্রচন্ড গরমে তিনি এবং তার পরিবার অতি কষ্টে জীবন যাপন করছেন কবে বিদ্যুৎ লাইন পাবেন সেটা নিয়েও নিশ্চিত নন। এই গরম থেকে বাঁচতে তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − two =