নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বক্রেশ্বর :: সোমবার ৯,ডিসেম্বর :: ইতি মধ্যেই গোটা বঙ্গের শীতের আমেজ পড়ে গিয়েছে ভ্রমণ পিপাসু মানুষেরা ইতিমধ্যেই বাহিরমুখী হতেও শুরু করেছে।সামনেই শীতের লম্বা ছুটি আর এই শীতের মৌসুমে বীরভূম ভ্রমণে আসবেন। কারণ ভ্রমণপিপাসু বাঙালি এক দুই দিনের ছুটি পেলেই চলে যায় পুরী,দিঘা, মন্দারমনি।
আর এই সব নিয়ে মন ভরে গেলে ছুটে আসেন বীরভূম ভ্রমণের জন্য।বিশেষ করে বক্রেশ্বর উষ্ণপ্রস্রবণ এবং তারাপীঠ তীর্থপীঠ ভ্রমণের জন্য পর্যটকরা বেশি ভিড় জমান।ডিসেম্বার পড়তেই শীতের ছোঁয়া মিলেছে বঙ্গে।আর সেই সঙ্গে মানুষের ঘুরতে যাওয়ার প্রবণতাও বাড়ছে পাল্লা দিয়ে ।
আধ্যাত্মিকতা ও বিজ্ঞানের একসঙ্গে মেলবন্ধনে তৈরি বক্রেশ্বর। বীরভূমের অন্যতম ঘোরার জায়গা। বলা যায় সারা বছরই তীর্থযাত্রী ও পর্যটকদের খাতায় বক্রেশ্বর ভ্রমনের ঠিকানা হিসেবে উপরের দিকে থাকে এর স্থান ।