নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: টাকি :: মঙ্গলবার ৩১,ডিসেম্বর :: যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে একদিকে রাজ্য পুলিশ অন্যদিকে বিএসএফের নজরদারিতে টাকি পর্যটন কেন্দ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। রাজ্য পুলিশ সিভিল ড্রেসে উইনারস বাহিনী পর্যটকদের সাথে কথা বলার সুবিধা অসুবিধা তাদের জানা
পাশাপাশি বিএসএফের নদীর মাঝ বরাবর টহল চলছে অন্যদিকে ২০২৪ এর বছরের শেষ দিন বসিরহাট ভারত বাংলাদেশ সীমান্তে টাকির পর্যটন কেন্দ্রে উপচে পড়া পর্যটকদের ঢল সকাল থেকে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে বহু ভ্রমণ পিপাসু মানুষেরা টাকিতে ভীড় জমাচ্ছেন।
এক দিকে মিনি সুন্দরবনের ম্যানগ্রোভের বিভিন্ন প্রজাতির গাছ স্বচক্ষে দেখছে অন্যদিকে কল কাকলির ডাক শুনছেন পাশাপাশি ইছামতি নদীর নৌকা বিহারে মজেছে পর্যটকরা পাশাপাশি রাজবাড়ীর জমিদার বাড়িতে ভিড় জমিয়েছে পর্যটকরা সেই ছবি দেখা গেল বছরের শেষ দিনে আনন্দ উৎসব চেটেপুটে নিতে চাইছে বাঙালিরা আজকে সারাদিন হল উৎসব পরিবারের সঙ্গে কাটানো সবটাই রুটিন মাফিক