২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা এখনো মেরামত হল না। একটি দুটি নয়, বন্যার পাঁচটি হানা গ্রামে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: শনিবার ১৯,এপ্রিল :: ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা এখনো মেরামত হল না। একটি দুটি নয়, বন্যায় পাঁচটি হানা গ্রামে। বারবার প্রশাসনে আবেদন করলেও রাস্তা সারানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলেই দাবী গ্রামবাসীদের।এই চিত্র ঘাটাল ব্লকের বালিডাঙা ও সওহাই গ্রামের।

চলছে ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনা, মহকুমার প্লাবিত এলাকার মানুষজন স্বপ্ন দেখছেন, ঘাটাল মুক্ত হবে বন্যা থেকে। সামনের বর্ষাকালে হয়তো আবার হবে বন্যা। অথচ গতবছর ২০২৪ সালের বন্যায় গ্রামের পাঁচটি হানার বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন।

প্রায় তিন হাজার মানুষ এলাকা দিয়ে যাতায়াত করেন বলে জানান স্থানীয়রা। শেষমেষ গ্রামের বাসিন্দারা নিজেরাই একটি করে বাঁশের সাঁকো তৈরি করেছেন। ঝুঁকি নিয়ে করতে হচ্ছে চলাচল। ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষ প্রায় তিন হাজার মানুষ ওই এলাকা দিয়ে যাতায়াত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =