নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: মঙ্গলবার ২৩,ডিসেম্বর :: সুন্দরবনে ৭২ ঘন্টা আগে শুভেন্দু মিছিলের পালটা জনসভা তৃণমূলের। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার বাজার সংলগ্ন মাঠে প্রকাশ্যে তৃণমূলের জনসভা ।
বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি বুরাহনুল মুকাদ্দিম, চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, বসিরহাট মহকুমার আইএনটিটি ইউসির সভাপতি এটিএম আব্দুল্লাহ রনি, তৃণমূলের ব্লক সভাপতি নবনির্বাচিত সভাপতি শহীদুল্লাহ গাজী,আনন্দ সরকার ব্লক তৃণমূল যুব কংগ্রেসের শহিদুল শেখ শিক্ষক নেতা তুষার মন্ডল, সুরজিৎ বর্মন।
জেলা সভাপতি বলেন এই বসিরহাট সাংগঠনিক জেলায় সাতটি বিধানসভা আছে সেখানে সাতটা আসনে জয়ী হব এবং হিঙ্গলগঞ্জ বিধানসভা পঞ্চাশ হাজার ভোটে জিতব বিরোধী দলনেতা এসে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন ।
হিন্দু হিন্দু করছেন রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের মাটি এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সংস্কৃতি এক সুতোয় গাঁথা ধর্মের নামে বাংলায় বিভাজন করা যাবে না

