২০২৬ বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ২ শুরু হতে চলেছে

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: সোমবার ১,ডিসেম্বর :: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭ টি বিধানসভা জুড়ে শুরু হয়েছিল এই সেবাশ্রয় স্বাস্থ্য শিবির ক্যাম্প। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাসিন্দারা।

চিকিৎসা পরিষেবা এলাকাবাসীদের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ। গতবারের সেবাশ্রয় স্বাস্থ্য শিবির থেকে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র জুড়ে প্রায় ১২ লক্ষ মানুষ উপকৃত হয়েছে।বহু জটিল রোগের অপারেশন করা হয়েছে এই সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের মধ্যে দিয়ে। এই সেবাশ্রয় ক্যাম্প থেকে স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে ওষুধ সহ চশমা এবং শ্রাবণ যন্ত্র পেয়ে উপকৃত হয়েছে এলাকাবাসীরা।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র এলাকার মানুষদের জন্য সুস্বাস্থ্যের অঙ্গীকার হয়ে দাঁড়িয়েছিল সেবাশ্রয় স্বাস্থ্য শিবির ক্যাম্প। ৭৫ দিনেরও বেশি সময় ধরে এই সেবাশ্রয় স্বাস্থ্য শিবির ক্যাম্প চলে ছিল।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাথে নভেম্বর জন্মদিনের দিন তিনি ঘোষণা করেন সেবাশ্রয় ২.০। পয়লা ডিসেম্বর থেকেই ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র জুড়ে শুরু হতে চলেছে সেবাশ্রয় ২ স্বাস্থ্য শিবির ক্যাম্প। বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাস্টার্স স্ট্রোক ।গতকাল মহেশতলা বিধানসভা কেন্দ্রের সেবাশ্রয় ২ এর উদ্বোধন করতে আসছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মহেশতলা বিধানসভার দুটি এলাকায় মেগা  ও মডেল সেবাশ্রয় স্বাস্থ্য শিবির ক্যাম্প তৈরি করা হয়েছে। সেই ক্যাম্প গুলিতে চলছে শেষ বেলার প্রস্তুতি কাজ। দিন রাত এক করে শ্রমিকেরা ব্যস্ত সেবাশ্রয় স্বাস্থ্য শিবির নির্মাণে।

১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত মহেশতলা, ৮ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত মেটিয়াবুরুজ, ১৫ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বজবজ, ২২ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিষ্ণুপুর, ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সাতগাছিয়া, ৯ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ফলতা এবং ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে শিবিরের আয়োজন করা হয়েছে।

পরিষেবা মিলবে এই সেবাশ্রয়ে চোখ, রক্তচাপ, সুগার থেকে ক্যানসার বিভিন্ন ধরনের অসুস্থতায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। শুধুমাত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষদের জন্য নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এই সেবাশ্রয় স্বাস্থ্য শিবির ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + four =