নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ২৫,ফেব্রুয়ারি :: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে দ্রুত। শক্তি বাড়াতে মরিয়া রাজনৈতিক দলগুলো।
এই প্রেক্ষাপটে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পাটুলি পঞ্চায়েতের দামপাল গ্রামে বিজেপিতে বড়সড় ভাঙন দেখা গেল। মঙ্গলবার ওই গ্রাম থেকে ৩০-এর বেশি পরিবার বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায়।
এই যোগদান প্রসঙ্গে বিধায়ক বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কর্মসূচিতে অনুপ্রাণিত হয়েই আজ ৩২-৩৩টি পরিবার তৃণমূলে যোগ দিলেন।” এই কর্মসূচিতে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি নব চক্রবর্তী ও তৃণমূলের অন্যান্য কর্মী-সমর্থকরা।