নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ি :: বুধবার ২১,জানুয়ারি :: আজ হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ অঞ্চলের ১০৬ নং বুথে একটি সমর্থনী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২০ টি পরিবার বিজেপি দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীর হাত ধরে।
উক্ত যোগদান সভায় উপস্থিত ছিলেন — হলদিবাড়ি ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি মানস রায় বসুনিয়া, হলদিবাড়ি ব্লক যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত কুমার রায়,বক্সিগঞ্জ অঞ্চলের প্রধান স্বর্ণলতা মল্লিক,অঞ্চল সভাপতি হরিদাস রায়,অঞ্চল নেতৃত্ব আজগার আলী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি নেতৃত্ব ।
