নিজস্ব সংবাদদাতা :: ধর্মতলা :: সংবাদ প্রবাহ :: বৃহস্পতিবার ২১শে জুলাই সমাবেশে ধর্মতলায় বিভিন্ন জায়গা থেকে কাতারে কাতারে মানুষ জমায়েছে হয় এদিন।বৃষ্টি মাথায় নিয়েও নেত্রীর বক্তব্য শুনেতে আগ্ৰহী ছিলেন জনসাধারন মানুষ।এদিনের মঞ্চ থেকে বিজেপিকে তোপ দাগেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন তিনি বিভিন্ন জিনিসের উপর জিএসটি চাপিয়ে দিয়েছে কেন্দ্র সরকার।জিএসটি নিয়ে বলতে গিয়ে তিনি মুড়িকেই বিশেষ করে বেছে নিলেন।হঠাৎ করেই মঞ্চ থেকে মুড়ি চেয়ে বসেন দলনেত্রী,আর সেই মুড়িই তুলে দিলেন মুখ্যমন্ত্রীর হাতে পূর্ব বর্ধমান জেলার আউসগ্ৰামের বাসিন্দা দেবাশিস মুখার্জী।দিদির ছোঁয়া মুড়ি গ্রামে প্রসাদ হিসেবে বিলি করবেন তৃণমূল কর্মী দেবাশিস মুখোপাধ্যায় । এদিন রাতে বর্ধমানের গুসকরা স্টেশনে নেমে তিনি বলেন দলনেত্রীর হাতে মুড়ি তুলে দিতে পেরে ধন্য আউসগ্রামের তৃণমূল কর্মী দেবাশিস বাবু,তিনি আরও বলেন ওই মুড়ি এবার দিদির প্রসাদ হিসেবে গ্রামে বিলি করবেন তিনি।তিনি বলেন আউসগ্ৰাম থেকে ধর্মতলায় ২৫জন তারা যান।