২১ জুলাইয়ের সমর্থনে বারুইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে মহামিছিল।

সুদেষ্ণা মন্ডল :: বারুইপুর :: সংবাদ প্রবাহ :: এই মিছিলে পা মেলান বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ, তৃণমূলের সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, বিধায়ক ফিরদৌসি বেগম সহ অন্যরা।

বারুইপুরের রাসমাঠ থেকে মহকুমাশাসকের অফিস পর্যন্ত এই মহামিছিল হয়। তারপরে একটি সভা অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকদের অনুরোধে বিধায়ক বাবুল সুপ্রিয় গান গেয়ে শোনান।

পাশাপাশি দেবাংশু ভট্টাচার্য খেলা হবে শ্লোগান তুলে ধরেন। রাজ্য তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ সাংবাদিকদের বলেন, বিরোধীদের চক্রান্ত কুৎসার জবাব মিলেছে আজকের ভোটে।

বিজেপি সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে। ওরা টুইট,ফেসবুক রাজভবনে আছে। বিজেপি মানুষের থেকে বিচ্ছিন্ন, এরা অশুভ শক্তি ভাগ করতে চাইছে রাজ্যকে। কংগ্রেস সিপিএম জিতে থাকলে এটা সুস্থতার লক্ষন, গণতান্ত্রিক সাফল্যে। উন্নয়নের ফলেই জয় আসছে। বিভিন্ন বিভাগে ভারতে সেরা রাজ্য। তৃণমূলের ভোট বাড়ছে। বিজেপি এখন জেঠুর কাছে, দিল্লিতে যাবে এজেন্সি পাঠানোর জন্য। রাজ্যপালের কাছে আমরা গিয়েছিলাম বিজেপিতে যারা যাচ্ছে তাদের দিকে এজেন্সি যাচ্ছে না বলতে।

আমাদের দুঘন্টা কথা বলার পর রাজ্যপাল শুধুমাত্র রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হয়ে বিজেপির কথা নিজের টুইটে তুলে ধরেছেন।যারা বিজেপিতে গিয়েছে দল বদলে তাঁদের গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে। শুভেন্দু ও মুকুল রায়, সুজন চক্রবর্তী সারদায় যাদের নাম আছে তাদের গ্রেপ্তার করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + seven =