সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শনিবার ১৬,ডিসেম্বর :: দীপ্তি শর্মার স্পিনের ভেলকিতে কুপোকাত ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। তাকে খেলতে গিয়ে দিশেহারা অবস্থা ইংল্যান্ড টিমের। ভারতের ৪২৮ রানের জবাবে দ্বিতীয় দিনে ইংল্যান্ড অলআউট মাত্র ১৩৬ রানে। দ্বিতীয় দিনের শেষে ব্যাট করতে নেমে ভারতের রান ১৮৬ ছয় উইকেটের বিনিময়। উল্লেখ্য দ্বিতীয় দিনের শুরুতে ভারতের রান ছিল ৪১০ এরপর আর বেশি দূর এগোতে পারেনি ভারতীয়রা ৪২৮ রানে অলআউট হয়ে যায়।

ইংল্যান্ড কি তাদের দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলিংয়ের মোকাবেলা করতে পারবে? তবে প্রথম ইনিংসে ভারতে যেভাবে দুর্দান্ত বোলিং করেছে আশা করা যেতেই পারে, দ্বিতীয় ইনিংসেও একই চিত্র দেখা যাবে। বলাবাহুল্য ইংল্যান্ড কে তাদের দ্বিতীয় ইনিংসে যথেষ্ট পরীক্ষার মধ্যে পড়তে হবে। তারা কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে সেটা সময় বলে দেবে।